ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আবুল হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেলআরোহী (বাইকার) নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইয়ুমপপুর ইউনিয়নের কাইয়ুম গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কসবার থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার বর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর অটোরিকশা ফেলে চালক পলিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এসআই