হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আতিকুল ইসলাম মিশু (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার বন্ধু তারেক।
শুক্রবার (৪ নভেম্বর) ভোরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিশুর মৃত্যু হয়। সে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের ছেলে। মিশু মওলানা আশাদ আলী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত কলেজের রাস্তায় মিশু ও তার বন্ধু তারেকের ওপর হামলা করে। দুর্বৃত্তরা মিশুর পেটে ও তারেকে কোমড়ে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় দু’জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তারেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, কে বা কারা কেন এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসআই