ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
মহাসড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মৃতদেহ

ফেনী: ফেনীর লেমুয়া কসকা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (০৪নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে গত চার থেকে পাঁচ দিন আগে অন্যত্র হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে যায়। যুবকের পরনে কালো প্যান্ট ও সাদা গেঞ্জি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অং প্রু মার্মা বলেন, এ ব্যাপারে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ৪ নভেম্বর, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।