ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তায় জেলের জালে রুপালি ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
তিস্তায় জেলের জালে রুপালি ইলিশ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে রুপালি ইলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদী থেকে ইলিশটি ধরা পড়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে একই উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে চারজন জেলের সঙ্গে তিস্তা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে ভুল্ল্যারহাট এলাকায় পৌঁছালে তার ঝাকি (পাকজাল) জালে অন্যান্য মাছের সঙ্গে একটি রুপালী ইলিশ ধরা পড়ে। প্রায় ৫শ গ্রাম ওজনের ইলিশটি পেয়ে আনোয়ার হোসেন বেশ খুশি।

তিস্তা নদীতে জেলেদের জালে রুপালী ইলিশ ধরার খবরে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি।

আনোয়ার হোসেন বলেন, শখের বশে বাড়ির ঝাকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সঙ্গে তিস্তায় মাছ ধরতে যাই। ভুল্ল্যারহাট এলাকায় পৌঁছালে আমার জালে একটি ইলিশ মাছ ওঠে। এই নদীতে আমার জালে ইলিশ ধরা পড়বে ভাবতেই পারিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।