ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

মাগুরায়: সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।  

শুক্রবার (৪ নভেম্বর) সকালে জেলার চারটি উপজেলার ৯৬টি পূজামণ্ডপের প্রতিমা বির্সজনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ করেন পুণ্যার্থীরা।

এর আগে মাগুরা নতুন বাজার, ছানাবাবুর বটতলা, নিতাই গৌর সেবাশ্রম, সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম বাটিকাডাঙ্গা পূজামণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন হিন্দুধর্মাবলম্বী তরুণীরা। এ সময় তারা মাকে মিষ্টি মুখ করানোসহ নিজেকে রাঙিয়ে তোলেন সিঁদুরের রঙে।

তরুণীরা বলেন, সিঁদুরের রঙ পৃথিবী থেকে অশুভ শক্তিকে দূর করবে। শুভ শক্তির উদয় হবে। এ সময় অশ্রুসিক্ত নয়নে তারা মাকে বিদায় জানান।  

আয়োজক কমিটির সদস্যরা বলেন, এ বছর শান্তিপূর্ণ পরিবেশে কাত্যায়নী পূজা শেষ হয়েছে। পুলিশ প্রশাসনসহ সবার সহযোগিতায় এ উৎসব শেষ হয়েছে। পূজাকে কেন্দ্র করে পাঁচটি দিন মাগুরা ছিল উৎসবের নগরী।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।