ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সিরাজগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ইদিল (৫৫) নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইদিল হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন।

তিনি জানান, ইদিল হোসেন মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।