ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৪ কেজি রূপার গহনাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
সাতক্ষীরায় ৪ কেজি রূপার গহনাসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড় এলাকা থেকে চার কেজি রূপার গহনাসহ মজনু দালাল নামে এক চোরকারবারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) ভোর রাতে রূপার গহনাসহ তাকে আটক করা হয়।

আটক মজনু দালাল সদর উপজেলার বাশদহা কুলিডাঙ্গা এলাকার ইব্রাহিম দালালের ছেলে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বাইপাস সড়কের বকচরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোটরবাইকে আসা মজনু দালালের শরীর তল্লাশী করে বিশেষভাবে রাখা রূপার গহনাগুলো জব্দ ও তাকে আটক করা হয়।

তিনি আরও জানান মজনু জানিয়েছে, রূপার গহনাগুলো ভারত থেকে চোরাচালানের মাধ্যমে সাতক্ষীরায় আনা হয়েছিল। জব্দকৃত রূপার দাম প্রায় ৪ লাখ টাকা। আটক মজনুকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০০৫
আরেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।