ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে (০৪ নভেম্বর) উত্তর শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন ওই তরুণ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলী আকবর জানান, এখন পর্যন্ত লাশের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে লাকসাম জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসএইচডি/এসএ