ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নদীভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
নদীভাঙন রোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা 

জামালপুর: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, নদীভাঙন রোধে সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পূর্বপ্রস্তুতি হিসেবে আগাম ব্যবস্থায় তৈরি জিও ব্যাগ ভাঙন রোধে ব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ভাঙনকবলিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন।

নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের হরিণধরা রাস্তা পরিদর্শন ও দশানী নদীভাঙন রোধে ৩০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার ডাম্পিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী একথা বলেন।

হরিণধরা বাজারে এ উপলক্ষে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তানভীর হাসান রুমানের সভাপতিত্ব এতে পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী দ্বীন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সা. সম্পাদক রেজাউল করিম রানা প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।