কুমিল্লা: কুমিল্লার লাকসামে ৬৮০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আবুল কাশেমের ছেলে ইমজান উদ্দিন হৃদয় (২৮) ও আবু তালেবের ছেলে মো. হারুন (২৫)।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুই যুবককে সন্দেহজনক মনে করে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছে ৬৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক দাম ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর