ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
লাকসামে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার লাকসামে ৬৮০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে শুক্রবার (০৪ নভেম্বর) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আবুল কাশেমের ছেলে ইমজান উদ্দিন হৃদয় (২৮) ও আবু তালেবের ছেলে মো. হারুন (২৫)।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুই যুবককে সন্দেহজনক মনে করে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছে ৬৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার আনুমানিক দাম ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।