ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

বগুড়া: বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।  

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর গোদারপাড়ায় এ ঘটনা ঘটে।

রবিন উত্তর গোদারপাড়ার নওশাদ আলীর ছেলে। সে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি স্কুল) নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছে কয়েকজন দুর্বৃত্ত রবিনের ওপর হামলা চালায়। এ সময় তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। সে সময় রবিন দৌড়ে কিছুদূর যাওয়ার পর রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া উপ-শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন মিঞা জানান, ঘটনার পরপর পুলিশ ওই এলাকায় অনুসন্ধান শুরু করে জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে। জড়িতরা মাদকসেবী বলে প্রাথমিকভাবে এলাকাবাসী জানিয়েছে। তবে কী কারণে স্কুলছাত্রকে খুন করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।