ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালকসহ একজন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬ টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পাবনা জেলা শহরের দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ ( ২৬) ও নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।  

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বাংলানিউজকে জানান, পাবনা শহর থেকে মোটরসাইকেলে চড়ে ঈশ্বরদী যাচ্ছিলেন দুই যুবক। আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ আরোহী দুজনই রাস্তায় ছিঁটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তবে ওই বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।  

ওসি বলেন, নিহত দুজনের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকার কারণেই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে।  সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘন্টা, ৫ নভেম্বর ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।