গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে নেপিয়ার ঘাস ক্ষেত থেকে আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের পুর্ব ফরিদপুর গ্রাম থেকে মরদেরটি উদ্ধার করা হয়।
নিহত আমেনা ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সকালে বাড়ির পাশের একটি নেপিয়ার ঘাস ক্ষেতে আমেনার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এফআর