সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে এনায়েতপুর থানা পুলিশ।
শুক্রবার (০৪ নভেম্বর) রাতভর এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিজয় (৩২), থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন (৪৫), যুগ্ম আহবায়ক রঞ্জু (৪০), থানা বিএনপি নেতা শামসুল (৪৫), মনসুর আলী (৩৮), খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মজনু (৪৫) ও সেলিম (৫০), থানা জামায়াত নেতা ইদ্রিস আলম (৪০) ও আব্দুল্লাহ (৩২)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের করা একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (০৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এফআর