ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি রঙিন খোয়াব দেখছে: কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বিএনপি রঙিন খোয়াব দেখছে: কাদের

কুমিল্লা: বিএনপির সবই রঙিন খোয়াব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, খেলতে চান? ডিসেম্বরে আপনাদের বিরুদ্ধে খেলা হবে, ফাইনাল খেলা।

শনিবার (০৫ নভেম্বর) কুমিল্লা মহানগর ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন! বড় বড় পাতিলে রান্না করছেন! আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে। আপনারা দেখে যান...।

সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা সরকার পতনের যে স্বপ্ন দেখছেন, তা কর্পুরের মতো উড়ে যাবে। আগামীতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, যিনি পালিয়ে গেছেন, তিনিই আপনাদের নেতা। আপনাদের আন্দোলনের নেতা। তাকে নিয়ে সরকার পতন ঘটাবেন? খোয়াব, সবই রঙিন খোয়াব।

শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।