ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তর বিভাগের একটি টিম।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- রাসেল (২০), মো. সাইদুল ইসলাম (২৮) ও মো. মিলন (২২)।
শনিবার (০৫ নভেম্বর) দুপুরে গোয়েন্দা-উত্তর বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ নভেম্বর) আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসজেএ/এসএ