ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৯০ শতাংশ সমবায় সমিতি শুধু কাগজে-কলমে, বাস্তবে অস্তিত্ব নেই: মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
৯০ শতাংশ সমবায় সমিতি শুধু কাগজে-কলমে, বাস্তবে অস্তিত্ব নেই: মন্ত্রী

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৯০ শতাংশ সমবায় সমিতি আছে শুধু কাগজে কলমে। বাস্তবে যার অস্তিত্ব নেই।

অস্তিত্বহীন এসব সমিতির মাধ্যমে লোন নেওয়া হয়। অনেক সদস্য এ লোন উত্তোলনের খবর জানে না।

শনিবার (৫ নভেম্বর) সকালে ৫১তম জাতীয় সমবায় সমিতি দিবস উপলক্ষে শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, নেতৃত্বে সততার অভাবের কারণে এসব সমবায় সমিতি অধিকাংশই মাঠে মারা যায়। সমিতির কনসেপ্ট সঠিকভাবে ধারণ করা হচ্ছে না। সমবায় সমিতির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে- যোগ্য নেতৃত্ব, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।

গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, গাজীপুর জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সমবায়ী প্রকৌশলী মো. শরীফ হোসেন ঢালী ও ধনঞ্জয় কুমার মজুমদার প্রমুখ।  

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জাতীয় পতাকা ও সমবায় পতাকা এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার গাজীপুর জেলায় সমবায় সমিতিগুলোর মধ্যে ১১টি সমবায় সমিতিকে ও পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।