ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
মাগুরায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার ঘটনায় প্রতিবাদ সমাবেশ

মাগুরা: যৌতুক দাবিতে মাগুরায় গৃহবধূকে হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ।

শনিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে মাগুরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে শতাধিক নারী এ মানববন্ধনে অংশ নেয়।  

বক্তারা বলেন, জেলা সদর উপজেলা আঠারোখাদা ইউনিয়নের বাঁশকোঠা গ্রামের মনোঞ্জরন বিশ্বাসের মেয়ে প্রিয়া বিশ্বাসকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে আদালতে মামলা করলে আমামিরা জামিনে বেরিয়ে আসেন।

এ সময় তীব্র নিন্দা জানিয়ে অনতিলম্বে হতাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মাগুরা মহিলা পরিষদ নেত্রীরা।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।