ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ফাইল ছবি

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পৃস্ট হয়ে অবিজল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অবিজল একই গ্রামের বাসিন্দা।  

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার আগে থেকেই একদল বন্যহাতি আধা পাকা ধান খাওয়ার জন্য বালিঝুড়ি সীমান্ত গ্রামে প্রবেশ করে। সে সময় স্থানীয় কৃষকরা তাদের কষ্টার্জিত ধানের ক্ষেত রক্ষা করতে মশাল-লাঠিসহ হাতিগুলোকে প্রতিরোধ করতে থাকে। এমতাবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কৃষকদের সব বাধা উপেক্ষা করে বন্যহাতির দল ধান ক্ষেত সাবাড় করতে থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা হাতি তাড়াতে যায়। এ সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে অবিজল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান বাংলানিউজকে ঘটনাট সত্যতা নিশ্চিত করেছেন।  

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।