ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
কারাগারে বসে আলিম পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ

সিলেট: সিলেটের কেন্দ্রীয় কারাগারে বসে উচ্চ মাধ্যমিক ও সমমানের (আলিম) পরীক্ষা দিচ্ছেন জুনায়েদ মিয়া (১৯) নামে এক শিক্ষার্থী।  

রোববার (০৬ নভেম্বর)  সকাল ১১ টা থেকে কারাগারে বসে তিনি পরীক্ষা দিচ্ছেন বলে নিশ্চিত করেন সিলেটের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।

 

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী জুনায়েদ মিয়া হবিগঞ্জের শানু মিয়ার ছেলে। একটি হত্যা মামলায় তিনি হবিগঞ্জের কারাগারে ছিলেন। যেহেতু পরীক্ষার কেন্দ্র সিলেট কেন্দ্রীয় কারাগারে।  তাই দুই দিন আগে তাকে এই কারাগারে আনা হয়েছে।   

সিলেটের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলানিউজকে বলেন, ওই শিক্ষার্থী  মাদরাসা শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন। সেখানে শিক্ষাবোর্ড কর্তৃক শিক্ষকের তত্ত্বাবধানে তার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কারাগারের পক্ষ থেকে তার পরীক্ষার জন্য সব ধরনের সুব্যবস্থা করে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৩০১ঘন্টা, নভেম্বর ০৬, ২০২২
এনইউ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।