ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১৬ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
১৬ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা: দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার সরকারকে (৬২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রোববার (৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন টেঙ্গুরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গ্রেফতার আনোয়ার ঢাকার শাহআলী থানায় ধর্ষণ মামলার পর থেকে দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিলেন। এরপর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
পিএম/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।