ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অস্ত্রসহ পিসিজেএসএসের সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
রাঙামাটিতে অস্ত্রসহ পিসিজেএসএসের সদস্য আটক

রাঙামাটি: রাঙামাটি সদরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অংসা মারমা (৪২) নামে সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) এক সশস্ত্র সদস্যকে আটক করেছে।  

শনিবার (০৫ নভেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ওসি বলেন, শনিবার দুপুরে নিরাপত্তা বাহিনীর একটি দল রাঙামাটি সদরের দুর্গম নয়াদম এলাকায় অভিযানে নামে। অভিযানে ওই এলাকা থেকে পিসিজেএসএসের সশস্ত্র সদস্য অংসা মারমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন রাতে থাকে থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রাইফেল, চারটি অ্যামোনিশন, একটি রাম দা’, একটি চাঁদা আদায়ের রশিদ, জাতীয় পরিচয় পত্র, একটি স্মার্টফোন, একটি কম্ব্যাট হাফ প্যান্ট এবং নগদ দুই হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।