ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
সুন্দরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব বৈদ্যনাথ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় তছমান আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তছমান ওই উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব বৈদ্যনাথ এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়ক পার হচ্ছিলেন তছমান। এ সময় বামনডাঙ্গাগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। পরে রমেকে নেওয়ার পথে তছমানের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ ঘটনায় সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।