ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে ২ ইটভাটা মালিককে জরিমানা, চিমনি বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
রামগতিতে ২ ইটভাটা মালিককে জরিমানা, চিমনি বিনষ্ট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা মালিককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটার দুইটির চিমনি বিনষ্ট করাসহ চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চরআফজল এলাকায় লাইসেন্সবিহীন ফাতেমা নাজ আফরা ব্রিকস ও ফারদিন আনাম ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান।  

অভিযানকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এবং রামগতি থানার পুলিশ সদস্যরা সহযোগিতায় ছিলেন।  

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বাংলানিউজকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত রয়েছে। ১০ দিনের ব্যবধানে উপজেলার আটটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চিমনি বিনষ্ট এবং ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যাক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।