ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১৭ লাখ টন চাল মজুদ করা হয়েছে: খাদ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
১৭ লাখ টন চাল মজুদ করা হয়েছে: খাদ্যমন্ত্রী

সাভার (ঢাকা): বর্তমানে দেশে খাদ্যের সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  

তিনি বলেন, দেশে দুর্ভিক্ষের আশঙ্কাও নেই।

আগাম প্রস্ততি হিসেবে সরকার ১৭ লাখ টন চাল মজুদ করেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় অমৃতপাল ভক্তের স্মৃতি স্বরণে ১৭৪তম বাৎসরিক মহোৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার আমন মৌসুমে সরকার ব্যাপক ধান মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারি ভাবে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এছাড়া রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও আর্জেন্টিনা থেকে সাত লাখ টন গম আমদানি করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ধামরাই পৌর মেয়র গোলাম কবিরসহ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।