ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
গোপালগ‌ঞ্জে ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জে বালুবোঝাই ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় ৩ বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হ‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের ‌গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লি‌শে প‌রিদর্শক আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক ঘটনার সত্যতা স্বীকার ক‌রে জা‌নি‌য়ে‌ছেন, ঢাকা থে‌কে গোপালগঞ্জমুখী ইমাদ প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে সড়‌কের দাঁড়ি‌য়ে থাকা বালুবোঝাই ট্রা‌কের পেছ‌নে ধাক্কা দেয়। এ‌তে বাস‌টির সাম‌নের অংশ দুম‌ড়ে-মুচ‌ড়ে গি‌য়ে ঘটনাস্থ‌লে ৩ বাস যাত্রী নিহত ও অন্তত ১৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।  পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যাবি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছেন।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত‌দের নাম প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।