ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জেল থেকে বের হয়েই আবার মোটরসাইকেল চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
জেল থেকে বের হয়েই আবার মোটরসাইকেল চুরি!

ঠাকুরগাঁও: জেল থেকে ছাড়া পাওয়ার দিনই আবারও মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা খেলেন আলম।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা।

আটক আলম ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীপুরের সাবেক কমিশনার মামুনের বাসায় মোটরসাইকেল চুরি করার সময় আলমকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।