ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দিরা রোডে গৃহকর্মীর ‘মৃত্যু’, বিচার চেয়ে স্থানীয়দের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ইন্দিরা রোডে গৃহকর্মীর ‘মৃত্যু’, বিচার চেয়ে স্থানীয়দের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসায় মোর্শেদা বেগম ওরফে বিউটি (১৭) নামের এক গৃহকর্মীর ‘মৃত্যু’ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ইন্দিরা রোডের একটি ভবনের দোতলার ‘সানশেড’ থেকে তাকে উদ্ধার করা হয়।

হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ জানায়, বিউটি ইন্দিরা রোডের একটি ভবনের ১০ তলার ডি-৬ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা শমরিতা হাসপাতালের অনকোলজি বিভাগের চিকিৎসক মফিজুর রহমানের বাসায় কাজ করত। বৃহস্পতিবার সকালে মোর্শেদা ১০ তলা ভবন থেকে পড়ে দোতলার ‘সানশেডে’ আটকে ছিল। এ ঘটনায় চিকিৎসক মফিজুর রহমানসহ তার পরিবারের সদস্যদের শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা গৃহকর্মী মোর্শেদার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সন্ধ্যায় ইন্দিরা রোড অবরোধ করে বিক্ষোভ করেন।  
রাতে শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান ঘটনাস্থলে গিয়েছিলেন। বাংলানিউজকে তিনি বলেন, গৃহকর্মীর মৃত্যুতে বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছিলেন। বিক্ষোভকারীরা বলছিলেন, এটি হত্যা।  

রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা আন্দোলন থেকে সরে যান।  

এই ঘটনায় মামলা হয়েছে কি না জানতে চাইলে এসআই আখতারুজ্জামান বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএমআই। /আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।