ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধ নয়, শান্তির দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
যুদ্ধ নয়, শান্তির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: যুদ্ধ নয়, শান্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শিশু-কিশোরদের অংশগ্রহণে শুক্রবার (১৮ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে খেলাঘর বরিশাল জেলা কমিটি।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি কবি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, কাজী সেলিনা, শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।