ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৬

ঢাকা: রাজধানীর পল্লবী, মিরপুর ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ছয় মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইয়াকুব আলী (৩৯), শাহীন প্রধান (৩৮), মজিবর রহমান সিকদার (৫৭), শহিদুল ইসলাম ওরফে স্বজল (৩৫), শফিকুল ইসলাম (৪৫) ও তুফাইদুল ইসলাম (২৫)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ ও মিরপুর মডেল থানার বসির উদ্দিন স্কুল গলি এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৩৩০ ইয়াবা ও ৮ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে করে ১০০ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটকরা পেশাদার মাদকবিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে পল্লবী, মিরপুর ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।