ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্ধা ব্যাপারীপাড়া এলাকার মৃত সুজা ব্যাপারীর ছেলে মো. মহরম আলী (২১) ও একই এলাকার মো. সওদাগর ব্যাপারীর ছেলে মো. রুবেল মিয়া (২৩)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালের দিকে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিক্রেতা মহরম আলী ও রুবেল মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা একটি নীল রঙের ড্রাম থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।  

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েংছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।