ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের  ৩ জনের

নাটোর: নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার দেবরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি। তারা হলেন- উপজেলার বিরপাড়া গ্রামের নুর মোহম্মদের ছেলে শহিদুল ইসলাম (৫০), শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৭)ও সোহাগ হোসেনের ৪ বছরে ছেলে সন্তান ইভান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বাংলানিউজকে জানান, পারিবারিক কাজের জন্য মোটরসাইকেল চালিয়ে সোহাগ হোসেন তার বাবা শহিদুল ইসলাম ও ছেলে ইভানকে সঙ্গে নিয়ে লালপুর থেকে গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জিএম ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোহাগ হোসেন ও তার ছেলে ইভান ঘটনাস্থলেই মারা যায়। আর শহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও তার সহযোগী।

তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।