ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর রমনা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. শাকিব মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কলাপাড়া গ্রামের মো. ছোট মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনার বারডেম হাসপাতাল এলাকা থেকে পলাতক আসামি শাকিব মিয়াকে গ্রেফতার করা হয়।  

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) বলেন,  গ্রেফতার আসামি গত ১৩ জুলাই সংঘঠিত একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এসজেএ/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।