ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
বরিশালে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

বরিশাল: বরিশাল নগরের হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলো বরিশাল নগরের হাটখোলা রোডের চরমোনাই ট্রলারঘাট সংলগ্ন এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩২) ও ঝালকাঠি সদরের পুরাতন কলাবাগান এলাকার ইলিয়াস মৃধার ছেলে মিলন মৃধা (৩২)।

তবে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার রিপন হাওলাদারের বড়ভাই মোহাম্মদ সেন্টু হাওলাদার (৩৫)পালিয়ে যায়।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন।

এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সাড়ে ৩ হাজার ৫ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ও পলাতকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।