ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
রাজধানীতে আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি বাসা থেকে মিতু ফকির (২৫) নামে এক আইনজীবী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শ্যামপুরস্থ করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাড়ির ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী মো. মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, বাড়িটির ৫ম তলার ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।  

এ বিষয়ে ওই তরুণীর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এএসআই হাসান আরও জানান, মাত্র তিন মাস পূর্বে তাদের বিয়ে হয়। স্বামী এবং স্ত্রী- দুজনেই পেশায় আইনজীবী। মিতুর বাবার নাম মোশারফ ফকির। বাড়ি মাদারীপুর জেলায়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।