ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবক হত্যা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবক হত্যা ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে ছুরিকাঘাত করে সাদিকুর রহমান জুবেল (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জুবেল উপজেলার সারমপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মৃত বশির মিয়ার ছেলেদের সঙ্গে তার চাচা রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে এলে জুবেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, জুবেল নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরোধ ছিল। নিহতের চাচা রুশনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।