ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে শামীম হত্যায় একজনের স্বীকারোক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
চুনারুঘাটে শামীম হত্যায় একজনের স্বীকারোক্তি আব্দুর রহমান

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শামীম মিয়া (২১) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আব্দুর রহমান ওরফে আদই (৪৮) নামে এক ব্যক্তি।
 
শুক্রবার (১৮ নভেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

আদই মিয়া চুনারুঘাট উপজেলার বাড়াইউড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
 
এর আগে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে আদাইকে গ্রেফতার করে। পরে আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
 
শুক্রবার রাতে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে শামীম মিয়া (২১) গত ৩ মে ওয়ার্কশপের বাতি বন্ধ করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন গ্রামের একটি চারা বাগানে জখম অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
 
এরপর নিহতের বাবা আব্দুল হক চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি আব্দুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।