ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঘোড়াশালে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ঘোড়াশালে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত অনিল চন্দ্র দেবনাথ

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অনিল চন্দ্র দেবনাথ (৭২) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঘোড়াশালের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অনিল চন্দ্র দেবনাথ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শহীদ ফকির শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।  

স্বজনরা জানান, শুক্রবার নিজ বাসা পাইকসা গ্রাম থেকে ঘোড়াশালের উদ্দেশে বাসা থেকে বের হন অনিল চন্দ্র দেবনাথ। সন্ধ্যা ৬টার দিকে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের সামনের রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এসময় পলাশ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।  

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাইবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।