ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অগ্নিকাণ্ডে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
অগ্নিকাণ্ডে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে আগুন লেগে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা বীরগঞ্জ ফায়ার সার্ভিসের।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন কল পেয়ে ঘটনাস্থলে যান তারা। আগুন লাগার পরেই খবর পেয়ে পার্শ্ববর্তী খানসামা ফায়ার সার্ভিস সেখানে গিয়ে কাজ শুরু করে। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিস সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মিরাজ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগেই খানাসামা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। দুটি ইউনিট মিলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে একটি টিন শেডের ভেতরে থাকা ১০টি রুম, খড়ের পাঁচটি গাদা, একটি ছাগলসহ মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাস্তার পাশে খড়ের গাদায় কেউ বিড়ি সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দেয়ায় এ আগুন ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।