ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুরুষ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
পুরুষ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি পুরুষ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি

ঢাকা: আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করেছে এইড ফর মেন ফাউন্ডেশন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমির দ্বিতীয় গেটে গিয়ে শেষ হয়।

‘হেল্পিং ম্যান অ্যাণ্ড বয়েজ’ স্লোগানকে সামনে রেখে এবারের ‘বিশ্ব পুরুষ দিবস’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে ফাউন্ডেশনটি।

সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন- সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। র‌্যালিতে অংশ নেন- অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম হেলাল, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ব্যারিস্টার আশরাফুল, ফাউন্ডেশনটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম প্রমুখ।

র‌্যালি শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এক মানবন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।