ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় কলাবাগানে পড়ে ছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
পূর্বধলায় কলাবাগানে পড়ে ছিল নারীর মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারের তালতলা এলাকায় রাস্তার পাশে কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খলিশাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার বলেন, তালতলা বাজার এলাকায় রাস্তার পাশে কলাবাগানে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।  ওই নারীর পেটে আঘাতের চিহ্ন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।