ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে শেরপুরে প্রথম মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
ডেঙ্গুতে শেরপুরে প্রথম মৃত্যু

শেরপুর: শেরপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রাদুর্ভাবে মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

 

শুক্রবার (১৮ নভেম্বর) দিন গত রাত ১০টার দিকে ৭০ বছর বয়সী মজিবর রহমান নামে এক ব্যক্তি মারা যান। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মজিবর শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও হেরুয়া বালুরঘাট গ্রামের বাসিন্দা।

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. খায়রুল কবীর সুমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মজিবর রহমান ১৬ নভেম্বর জ্বর নিয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ হলে তাকে ডেঙ্গু ও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

জানা যায়, মৃত মজিবর রহমান আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের বেশির ভাগই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ  সময়ঃ ১২৪৬ ঘন্টা,১৯ নভেম্বর ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।