ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ২৫ নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
গোপালগঞ্জে ২৫ নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে সম্মাননা দেওয়া হয়েছে। শেখ মণি স্মৃতি পরিষদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার সকা‌লে (১৯ নভেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর। শেখ মণি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী তুষার আহমেদ বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসীন উদ্দীন, শেখ মণি স্মৃতি পরিষদের উপদেষ্টা মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে ২৫ জন নারী বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ও শেখ মণি স্মৃতি পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।