ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বালু নদীতে মিলল মরদেহ, পেটে বাঁধা ছিল ৪৫ কেজি পাথর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
বালু নদীতে মিলল মরদেহ, পেটে বাঁধা ছিল ৪৫ কেজি পাথর

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বালু নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

 

শনিবার (১৯ নভেম্বর) এই তথ্য জানিয়েছে নৌ পুলিশ। শুক্রবার মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে ।

ঢাকা অঞ্চলের ডেমরা রাজাখালি নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় খিলগাঁও কায়েতপাড়া বাজার সংলগ্ন বালু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় ৪৫ কেজি (টুকরো) পাথরবোঝাই একটি প্লাস্টিকের বস্তা নাইলনের রশি দিয়ে তার পেটে বাঁধা ছিল।

তিনি জানান, মরদেহটি আংশিক পচে ফুলে গেছে। বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিআইডি তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করেছিল। তবে আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরনে ছিল হালকা সবুজ রঙের একটি ফুলহাতা গেঞ্জি। আর নিচের অংশে কিছুই পরা ছিল না।

বাংলাদেশ সময় ১৪৪৫, নভেম্বর ১৯, ২০২২

এজেডএস/আরএইচ  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।