ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
সখীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে সোনা মিয়ার দায়ের কোপে তার স্ত্রী সাহিদা (৪২) আক্তার নিহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়া জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় স্বামী সোনা মিয়া পলাতক রয়েছেন।

জানা গেছে, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে তাদের সংসার চালাতো। প্রতিদিনে মতো শনিবার সকালে স্বামী-স্ত্রী মিলে কারিগর পাড়া জঙ্গলে লাকড়ি কাটতে যান। পাশের এক প্রতিবেশিও তাদের সঙ্গে ছিল। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সোনা মিয়া তার হাতে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।