ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৫ কেজি গাঁজা-প্রাইভেটকারসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
রাজধানীতে ৫ কেজি গাঁজা-প্রাইভেটকারসহ গ্রেফতার ২

ঢাকা: প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় নাদিরা বেগম ও জিহাদ নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত পৌনে তিনটায় মিরপুর মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, গ্রেফতাকৃতরা গাড়িতে করে মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তারা প্রাইভেটকারে করে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো। ঘটনার দিন প্রাইভেটকারে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে মধ্য পীরেরবাগ এলাকায় আসে।

এ সময় মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।