ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এলজি, পাইপগান ও গুলিসহ চারজনকে আটক করেছে র‍্যাব।  

রোববার (২০ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

 

এর আগে, শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দূর্গাপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের মৃত আবুল বাশারের ছেলে মো. ইমাম হোসেন দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত নুর ইসলামের ছেলে মো. আব্দুর রহমান (২২) ও মো. আবুল খায়েরের ছেলে মো. সাইফুল ইসলাম সুজন (২৫)।  

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের ব্যাপারে মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।