ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ৪ হাজার ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
উত্তরায় ৪ হাজার ইয়াবাসহ আটক ৫

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (উত্তরা) বিভাগ।

আটকরা হলেন- মো. রহমত উল্লাহ, মো. নাছির উদ্দিন, মো. আইয়ুব, মোছা. নুর আয়শা ও মো. রফিক।

রোববার (২০ নভেম্বর) সকালে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৭ নং সেক্টরের কসমো শপিং কমপ্লেক্সের বিআরবি কেবলসের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে তা বিক্রি ও সরবরাহের জন্য ঢাকা এনেছিলো। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।