ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু...পুত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
‘বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু...পুত’ মোহাম্মদ সোহেল রানা

কুমিল্লা: ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণকালে সেলিম খান নামে এক যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। জেলার দাউদকান্দি বাজারে ঘটা এই ঘটনার ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি বাজারে উপজেলা বিএনপি অফিসের কাছে বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ করছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক সেলিম খান। এসময় তাকে ঘিরে ধরেন দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে খাজা, সুমনসহ কয়েকজন।  

পরে সোহেল রানা সেলিম খানকে কানে ধরতে বলেন এবং ঘটনাটি পাশে থাকা ব্যক্তিদের রেকর্ড করতে বলেন। সেই ভিডিও আবার তারাই ফেসবুকে ছড়িয়ে দেন।  

ভিডিওতে বলতে শোনা যায়, কানে ধর, ... পুত! নইলে তোরে মাইরালামু। ২৬ তারিখ গণসমাবেশ করবি? বিএনপি আছেনি রে দেশে? মাইরালামু ... পুত! এসময় পাশে থাকা দুই-একজন সেলিম খানকে চড়-থাপ্পড়ও মারেন।

অভিযোগ করে যুবদল নেতা সেলিম খান বলেন, গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে লিফলেট বিতরণ করতে গেলে সোহেল রানার নেতৃত্বে খাজা ও সুমনসহ আরও কয়েকজন আমার ওপর চড়াও হয়। আমি এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। বিএনপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

এ বিষয়ে জানতে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

কুমিল্লা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, তারা বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানেই পাচ্ছে, আমাদের লোকজনকে মারধর করছে। কিন্তু এসব করে সমাবেশকে পণ্ড করা যাবে না।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
টিআরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।