ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন মাশরাফী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
নড়াইলে ডিজিটাল মেলার উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইল: প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা।

রোববার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রোকনুজ্জামান, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোহাম্মদ শামীম হোসেন।  

উদ্বোধন শেষে মাশরাফি সহ উপস্থিত অতিথিরা মেলায় প্রদর্শিত স্টল ঘুরে দেখেন।

উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ দুটি প্যাভিলিয়নের মাধ্যমে ২০টি স্টলে মেলা প্রদর্শিত হচ্ছে। আগামিকাল সোমবার সন্ধ্যায় মেলাটি সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়:১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।